একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
৩ নম্বরে মূলত একটি দলের সেরা খেলোয়াড়রাই নামেন। বাংলাদেশ দলও ৩ নম্বরে নামানোড় জন্য উপযুক্ত ব্যাটসম্যান খুজেছিলো। কিন্তু সাব্বিররা-ইমরুলরা সেই আস্থার প্রতিদান দিতে পারেননি।
এরপরে ৩ নম্বরে নামার জন্য প্রস্তুত রাখা হয় সাকিবকে। গত সিরিজ থেকেই সাকিবকে নামানো হয় ৩ নম্বর পজিশনে। বাংলাদেশের সর্বশেষ ৬টি ওয়ানডে ম্যাচের ৫টি ম্যাচে ৩ নাম্বারে ব্যাট করেছেন সাকিব আল হাসান। ১টি ম্যাচে ইনজুরির কারনে ব্যাট করতে পারেন নি। সেই ৫ টি ম্যাচে সাকিব আল হাসানের রান যথাক্রমে ৩৭, ৬৭, ৫১,৮ এবং ৯৭রান।এই ৫টি ম্যাচের ৪টিতেই জয় পাই বাংলাদেশ।
আর সাকিব যে ম্যাচে ইনজুরির কারণে ব্যাট করতে পারেননি সেই ম্যাচে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার সাথে হারতে হয়েছিলো বাংলাদেশ দলকে। একুশে মিডিয়া"
No comments:
Post a Comment