ছবি: সংগৃহীত
একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
সিলেটে দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডেতে শ্রীলঙ্কা ‘এ’ দল টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে থিসারা পেরেরার উপর ভর করে ২৭৫ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ব্যাট করছে। প্রথম ম্যাচে রোমাঞ্চকর জয় পাওয়া বাংলাদেশ ‘এ’ দল আজ জিতলেই জিতবে ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে ২ রানে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল।
শ্রীলঙ্কার বাঁহাতি এ ব্যাটসম্যান থিসারা পেরেরা একাই করেন ১১১ রান। ৮৮ বলে ৯ চার ও ৫ ছক্কায় সাজান সেঞ্চুরির ইনিংসটি।
শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে লংকানরা। বাংলাদেশি বোলারদের বোলিং তোপে ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে লংকানরা । খাদের কিনারা থেকে দলকে তুলে নিয়ে রানের পাহাড়ের দিকে নিয়ে যায় লঙ্কানরা। অষ্টম উইকেটে থিসারা ও মালিন্দা পুস্পকুমারা ৭৭ রানের জুটি গড়েন। পুষ্পকুমারা ৮ রান, শেহান মাদুশাঙ্কা ৩৬ বলে করেন ৩৬ রান। এছাড়া ওপেনার উপল থারাঙ্গার ব্যাট থেকে আসে ৪৪ রান।
বাংলাদেশের সেরা স্পিনার নাঈম হাসান ৪২ রানে নেন ৩ উইকেট এছাড়া ২টি করে উইকেট নেন সানজামুল ইসলাম ও শরীফুল ইসলাম। ১টি করে উইকেট পেয়েছেন আল-আমিন, খালেদ আহমেদ ও আফিফ হোসেন।একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment