ছবি: ইন্টারনেট
একুশে মিডিয়া, শিক্ষা রিপোর্ট:
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। যা গতবছর ছিল ৭২টি। অর্থাৎ গত বছরের তুলনায় শূণ্য পাশের প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৭টি।
বৃহস্পতিবার (১৯ জুলাই) সচিবালয়ে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নূরূল ইসলাম নাহিদ এ তথ্য দেন।
তিনি জানান, এ বছর শতভাগ পাশের প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৩২টি। গেল বছর এ প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫৩২টি, এ বছর সেখানে দাড়িয়েছে মাত্র ৪০০টি প্রতিষ্ঠানে।
মন্ত্রী আরও জানান, মোট প্রতিষ্ঠানের সংখ্যা গত বছর ৮৭৭১টি থাকলেও এ বছর বেড়েছে ১৭৪টি। এ বছর মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৮৯৪৫টি। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment