একুশে মিডিয়া, নরসিংদী রিপোর্ট:
নরসিংদীতে যাত্রীবাহী বাস এবং যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২০ জন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার রাত সোয়া নয়টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।
এই বিষয়ে নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জাকির হোসেন জানান, সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাস কুন্দারপাড়ায় পৌঁছালে ভেলানগর থেকে মরজালগামী যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু, মহিলাসহ পাঁচজন নিহত এবং আহত ২০ জন হন। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একুশে মিডিয়া।;
No comments:
Post a Comment