ছবিঃ সংগৃহীত
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
সানি লিওন সুখে সংসার করছেন স্বামী ড্যানিয়েলের সঙ্গে। তবে ড্যানিয়েলই তাঁর প্রথম প্রেম নন। জীবনে ড্যানিয়েল আসার আগে অনেকের সঙ্গেই ডেট করেছেন তিনি। কিন্তু জানেন কি এক বিখ্যাত কমেডিয়ানের সঙ্গেও ডেট করেছিলেন সানি?
হ্যাঁ, ঠিকই পড়ছেন। তিনি রাসেল পিটারস্। কানাডার স্ট্যান্ড-আপ কমেডিয়ান। সানির লম্বা ডেট-এর তালিকায় তিনিও একজন।
সানির ঘনিষ্ঠ সূত্রের খবর, রাসেল তাঁর ভাল বন্ধু ছিলেন। সেই বন্ধুত্বকেই অন্য সম্পর্কের রূপ দিতে চেয়েছিলেন সানি। তাঁরা ডেট করেন। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। সানি বুঝতে পেরেছিলেন রাসেল বন্ধু হিসাবেই ঠিক। অন্য সম্পর্কে না এগোলেই ভাল। পরে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় সানি এই ডেট-এর সিদ্ধান্তকে ভুল বলেও মন্তব্য করেন। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment