ভর্তি পরীক্ষা দিতে গিয়ে চার ছাত্র-ছাত্রী আটক হলেন!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 3 August 2018

ভর্তি পরীক্ষা দিতে গিয়ে চার ছাত্র-ছাত্রী আটক হলেন!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, টাঙ্গাইল রিপোর্ট:
টাঙ্গাইলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর ভর্তি পরীক্ষার সময় প্রক্সি দিতে গিয়ে তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী কেন্দ্রের বাহির থেকে তাদের সহযোগী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকেও আটক করা হয়। শুক্রবার (৩ আগস্ট) সকালে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান (২২), ময়মনসিংহ ক্যান্টনমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আক্তার (২০), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আশিকুর রহমান (২৩) ও মেহেদী হাসান (২০)।
জানা যায়, টাঙ্গাইলে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর ভর্তি পরীক্ষার জন্য ১ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রক্সি দেওয়ায় তিনজন পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে। পরীক্ষায় অনুপস্থিত ৩৬৯ জন পরীক্ষার্থী।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান জানান, টাঙ্গাইলে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর ভর্তি পরীক্ষায় একজনের পরীক্ষা আরেকজন দেওয়ার সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আক্তারকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী কেন্দ্রের বাহির থেকে তাদের সহযোগী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আশিকুর রহমান (২৩) ও মেহেদী হাসানকে (২০) আটক করা হয়।
অপরদিকে কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্র থেকে আরেকজনকে আটক করা হয়েছে। পরে তাদের টাঙ্গাইল মডেল থানায় প্রেরণ করা হয়। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages