পাকিস্তানকে ১৪ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 9 August 2018

পাকিস্তানকে ১৪ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:

ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব-১৫ নারী সাফ গেমস ২০১৮।
বৃহস্পতিবার (৯ আগস্ট) সন্ধ্যায় পাকিস্তান অনূর্ধ্ব-১৫ দলের মুখোমুখি হয় বাংলাদেশ।
এবারের আসরের শুরুটা দারুণ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তান অনূর্ধ্ব-১৫ নারী দলকে এক-দুইটা না, গুনেগুনে ১৪ গোল দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের মেয়েরা।
এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে মধ্য বিরতিতে যায় বাংলাদেশ দল।
প্রথমার্ধে তহুরা করেন দুই গোল। বাকি চার গোলের একটি করে আসে মারিয়া মাণ্ডা, মানিকা চাকমা, আঁখি খাতুন ও শামসুন্নাহারের শট থেকে।
দ্বিতীয়ার্ধে  আরও ভয়ানক হয়ে উঠে মারিয়া-মনিকারা। গোলের নেশা যেন পেয়ে বসে বাংলাদেশ শিবিরে।
প্রথমার্ধে ৬ গোল খেয়ে যেখানে পাকিস্তানের প্রতিরোধ গড়ার কথা সেখানে উল্টো আক্রমনের শিকার হয় বাংলাদেশের কাছে।
দ্বিতীয়ার্ধে নেমেই হ্যাট্রিক তুলে নেন তহুরা। গোল পেয়েছেন আক্রমণভাগে ভাগে থাকা অনেকেই।
আগামী ১৩ আগস্ট নেপাল অনূর্ধ্ব-১৫ নারী দলের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দল।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জেতায় সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages