শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে বিএনপি নেতা আমির খসরুর ফোনালাপ ভাইরাল!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 4 August 2018

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে বিএনপি নেতা আমির খসরুর ফোনালাপ ভাইরাল!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রিপোর্ট:
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নওমি নামের একজনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফোনালাপ।
শনিবার বিকেল তিনটা ১৭ মিনিটে এটি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। এক মিনিট ৫০ সেকেন্ডের এই ফোনালাপটি হুবহু তুলে ধরা হলো আরটিভি অনলাইনের পাঠকের জন্য-
আমির খসরু: হ্যালো...
নওমি: হ্যালো, স্লামুআলাইকুম আংকেল, নওমি বলছিলাম
আমির খসরু: হ্যাঁ, নওমি ভালো আছো?
নওমি: আপনি ভালো আছেন?
আমির খসরু: হ্যাঁ, ভালো আছি। তোমরা কি একটু ইনভলভ-টিনভলভ হচ্ছো এগুলোতে নাকি?
নওমি: জ্বি, জ্বি। আংকেল, আমি তো এই যে কুমিল্লায় আসলাম।
আমির খসরু: কুমিল্লায় না, নামায় দাও না। তোমাদের মানুষজন সব নামায় দেও না।
নওমি: হ্যাঁ.. হ্যাঁ.. হ্যাঁ... হাইওয়েতে নামছিল।
আমির খসরু: মানুষজন নামায় দাও, হাইওয়েতে-টাইওয়েতে অসুবিধা নাই। ঢাকায় মানুষজন নামায় দাও ভালো করে। বুজছো?  তোমাদের তো আর চেনে না।
নওমি: না... না... না...।
আমির খসরু: তোমাদের বন্ধুবান্ধব নিয়ে তোমরা সব নেমে পড়ো না ঢাকায়...।
নওমি: জ্বি...জ্বি..জ্বি..., কনটাক্ট করতেছি সবার সঙ্গে।
আমির খসরু: কন্টাক্ট করো না। কখন আর কন্টাক্ট করবা? এখনই তো টাইম। আর কবে? এখন নামতে না পারলে তো আবার ডাউড করে যাবে। তুমরা নাইমা যাও না একটু বন্ধুবান্ধব নিয়ে...।
নওমি: হ্যাঁ..হ্যাঁ..হাইওয়েতে নামছিল তো, ঢাকা-চিটাগাংয়ে। এখানে এসপি সাহেব ঝাড়ি দিছে সবাইকে। সবাইকে উঠায়ে দিছে...।
আমির খসরু: হাইওয়ে-টাইওয়ে অসুবিধা নাই। ঢাকায় নামায় দাও। ঢাকা হলে সারা দেশে এমনেই হবে। তোমরা ঢাকায় এসে...এখানে তো কুমিল্লা দরকার নাই আমার। তোমরা ঢাকায় এসে তোমাদের বন্ধুবান্ধব নিয়ে ২০০-৫০০ জন ওদের সাথে জয়েন করে যাও।
নওমি: জ্বি আংকেল। এমনে সবাই সংগঠিত হচ্ছে।
আমির খসরু: সংহতি দিয়ে কী হবে। তোমরা যারা আছো নাইমা যাও না।
নওমি: আংকেল একটা ছোট্ট বিষয়।
আমির খসরু: ফেসবুক-টেসবুকে পোস্টিং-টোস্টিং করো সিরিয়াসলি।
নওমি: হ্যাঁ, এইটা করতেছি। এটাতে অ্যাকটিভ আছে সবাই। আমি আসতেছি।
আমির খসরু: হ্যাঁ করো। কুমিল্লা বসে থেকে লাভ কী! এখানে এসে জয়েন করো।
নওমি: জি, জি। স্লামুআলাইকুম। 
একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages