প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন নবনির্বাচিত ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 1 August 2018

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন নবনির্বাচিত ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।
আজ বুধবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করেন।
এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটির সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হুসাইন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের আহমেদ। তারা সকলেই প্রধানমন্ত্রীর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় তাদের সঙ্গে ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন উপস্থিত ছিলেন।
এদিকে গণভবনে যাওয়ার আগে নবনির্বাচিত কমিটি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ওপর অর্পিত ক্ষমতাবলে আগামী ২ বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন দিয়েছেন। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages