লেখক: আব্দুল করিম লতিফী:
একুশে মিডিয়া, পাঠকের চিঠি:
☆ যে কঁচিকাচা বাচ্চা'রা "আন্দোলন" এর 'আ' টাও বুঝেনা, তারা আজ হাতের সঙ্গী কলম আর বুকে জড়ানো বই টা কে রেখে কেন যে নেমে এলো রাজপতে……?
☆ কেন তারা এই কচি বয়সে উপদেশনীয় স্বদয় বাখ্য মুখে না নিয়ে সাধারণ পথ শিশুদের মন্দ বাখ্য গুলি কে যুগান্তকারী শ্লোগানে রাজপতে দাবী আদায়ের আওয়াজ তুলে……?
☆ কেন তারা এই বয়স থেকেই ভালো আচরণ/সম্মান না করে নিজেদের মা-বাবার সমবয়সী বড়দের সামনে দাড়িয়ে তাদের হাতের ☞আঙ্গুল তুলে মন্দ ভাবে (নোংরা বুলি- চ্যাটের বাল) হুংকার দিয়ে কথা বলে……?
এ সবির শুধু মাত্র একটায় কারণ, আজ অযোগ্যদের হাতে আমার রাষ্ট্রীয় শাসন ক্ষমতা/ব্যবস্থা বলে ৷ তাই তো লোকে বলে, ভোটহীন সরকারের জ্ঞানহীন মন্ত্রী, আর যার জ্ঞান নাই, সে কি করে বুঝবে যে- পড়ার ছেলে রাস্তায় কেন!
বিঃদ্রঃ-- মনে রাখবেন, এরা আজ এই কঁচি বয়সেই যখন রাজপতে এসে ইতিহাস গড়ানো প্রতিবাদী আন্দোলন দেখাতে সক্ষম, তাহলে অতি শীগ্রই বাংলার বুকে জালিমদের রুখে "নব এক দিগন্ত" দেখাবে এই সোনামণিরাই ,,,,,,,,ইনশাআল্লাহ
তখন হয়তো পালাবার পথটায় হারাবে তোমরা৷
তাই সর্বসাধারণ আজ আসুন, এই কঁচিমনা বাচ্চাদের হাত কে আরো শক্তিশালী করে তুলোন, এবং বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন,,
☞দাবী আদায়ের লড়াই হবে
চতুর্দিকে সবাই দে খবর.
বাড়ি : বাঁশখালী
মোদের ৫২এর রফিকরা মাঠে
নাই তো এবার কোন ভয়,
লেখখ: আব্দুল করিম লতিফী।
No comments:
Post a Comment