মাইলসে ফিরলেন শাফিন-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 9 August 2018

মাইলসে ফিরলেন শাফিন-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
“আমরা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মাইলস তাদের মধ্যেকার দূরত্ব মিটিয়েছে। শিগগিরই আমরা নিয়মিতভাবে নতুন গান রেকর্ড ও স্টেজ শো করবো। আমরা সবার কাছে সমর্থন চাই যেন মাইলস বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে অবদান রাখতে পারে।”
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস’র ফেসবুক পেজে বৃহস্পতিবার এ কথাগুলো শেয়ার করা হয়েছে। আর সেখানে মাইলসের পুরো সেট আপের সবার ছবিও রয়েছে।
এই ফেসবুক পোস্টটি নিজের ফেসবুক পাতায় শেয়ার করেছেন মাইলস এর ভোকাল শাফিন আহমেদ। গত বছরের শেষদিকে ব্যান্ডদল মাইলসের সদস্যদের মাঝে দ্বন্দ্বের রেশ ধরে ব্যান্ডের ভোকাল ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদ দল ছাড়েন।
১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’। তাদের প্রথম অ্যালবাম ১৯৮২ সালে প্রকাশ হয়। নাম ‘প্রতিশ্রুতি’। এরপর ২০১৫ সাল পর্যন্ত দলটি ৬টি অ্যালবাম প্রকাশ করেছে, যার প্রায় সবগুলো গানই শ্রোতাপ্রিয়তা পায়।
মাইলসের লাইনআপ: শাফিন আহমেদ (বেজ গিটার, কণ্ঠ), হামিন আহমেদ (গিটার, কণ্ঠ), মানাম আহমেদ (কি-বোর্ড), ইকবাল আসিফ জুয়েল (গিটার) ও সৈয়দ জিয়াউর রহমান তূর্য (ড্রামস)।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages