বাঁশখালীতে জাতীয় শোক দিবস পালিত-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 15 August 2018

বাঁশখালীতে জাতীয় শোক দিবস পালিত-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিক উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সরকারী বেসরকারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।।”।

আজ ১৫ ই আগষ্ট(বুধবার) জাতীয় শোক দিবসে বাঁশখালী উপজেলা প্রশাসন এর ব্যবস্হাপনায় উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির আলোকে সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে র্যালী ও পরবর্তী আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের চিত্রাংকন প্রতিযোগিতা বাঁশখালী বালিকা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন সম্পন্ন হয়।।”।

এদিকে বাঁশখালী উপজেলা পরিষদের উদ্যোগে বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে, বাঁশখালী পৌরসভা, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রী কলেজ, বাঁশখালী ডিগ্রী কলেজ, বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজ, মাষ্টার নজির আহমদ কলেজ, বাঁশখালী মহিলা কলেজ, বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়, শীলকূপে বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, পুইছড়ি ইজ্জতিয়া উচ্চ বিদ্যালয়, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়, ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়,গন্ডামারা উচ্চ বিদ্যালয়, সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়, বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়, কালিপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়, বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়, কোকদন্ডী উচ্চ বিদ্যালয়, বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়, পুকুরিয়া নাটমুড়া উচ্চ বিদ্যালয়, পুকুরিয়া মোনায়েম শাহ উচ্চ বিদ্যালয়, বাঁশখালী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা, পুইছড়ি ফাজিল মাদ্রাসা, শেখেরখীল দারুস সালাম ফাজিল মাদ্রাসা, বাংলা বাজার শাহ আমানত মাদ্রাসা, বৈলছড়ি হামিদিয়া রহিমা আলিয়া মাদ্রাসা, ডলমপীর ফাজিল মাদ্রাসা, রঙিয়াঘোনা ফাযিল মাদ্রাসা সহ বাঁশখালীর সকল শিক্ষা প্রতিষ্টানে শোক দিবস পালন করা হয়।।”।
বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবস ও আলোচনা সভা বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তার মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল হক মৃদুল, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দীন হিরা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আবুল হাশেম মানিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা কে.এম. মোস্তাক আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমদ সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্হিত ছিলেন।।”।
উক্ত জাতীয় শোক দিবস অনুষ্টানে বক্তারা বলেন, আজ রক্তের অক্ষরে লেখা ১৫ আগস্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার কলঙ্কিত দিন। আজ কান্নার দিন, জাতীয় শোক দিবস। আজ বাংলার নিসর্গ-প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন।।”।
পঁচাত্তরের এই দিনে আগস্ট আর বর্ষণস্নাত শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল সপরিবারে বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে।।”।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের এই দিনে পরিবার-পরিজনসহ একদল ঘৃণ্য ঘাতকের গুলিতে ৩২ নম্বর ধানমণ্ডির বাসভবনে শাহাদাতবরণ করেন।।”।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। তার পরিবারের ছয় বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীও সেদিন ঘাতকের গুলি থেকে রেহাই পায়নি। একুশে মিডিয়া ।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages