পানীতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 19 August 2018

পানীতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রাঙ্গামাটি রিপোর্ট:

ডুবে গেছে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু। গত দুইদিনে সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রোববার বিকেলে আকস্মিকভাবে কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে সেতুটির ছয় ইঞ্চি ডুবে যায়।।”।
রাঙামাটি পর্যটন নৌযান ঘাটের ইজারাদার মো. রমজান আলী জানান, উজান থেকে পাহাড়ি ঢল নামছে। ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। এতে সেতুটি পানিতে তলিয়ে যাচ্ছে। তাই সেতুতে চলাচল বন্ধ করে দেয়া হবে।।”।

ইতোমধ্যে সেতুতে প্রবেশের টিকেট বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, ঝুলন্ত সেতুতে পানি উঠে যাওয়ায় দর্শনার্থীদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না।।”।
সেতুর প্রবেশমুখে ব্যানার ঝুলানো এবং পথ আটকে দেয়ার কথা জানান তিনি।।”।
উল্লেখ্য, আকর্ষণীয় সেতুটি বর্তমানে দেশে-বিদেশে ব্যাপক পরিচিতি পেয়েছে। এর পূর্বদিকে কাপ্তাই লেকের স্বচ্ছ জলরাশিসহ ছোটবড় বিস্তীর্ণ নৈসর্গিক সবুজ পাহাড় আছে। প্রতিবছর পর্যটন মৌসুমে রাঙামাটির দৃষ্টিনন্দন এই সেতুর সৌন্দর্য উপভোগ করতে এখানে প্রচুর পর্যটকের আগমন ঘটে। প্রতিবছরই বর্ষা মৌসুমে সেতুটি কাপ্তাই লেকের পানিতে তলিয়ে যায়। কিন্তু এর স্থায়ী সমাধান হয়নি। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages