আরটিভিতে ধারাবাহিক নাটক ‘চম্পাকলি টকিজ’-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 7 August 2018

আরটিভিতে ধারাবাহিক নাটক ‘চম্পাকলি টকিজ’-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
একবার দু’বার নয়, তিনবার মেট্রিক ফেল করেছেন চঞ্চল চৌধুরী। তবে তিনবার ফেল করেও তিনি দমে যাননি। পছন্দের মানুষটির চাওয়া পূরণ করতে আবার বসেছেন পরীক্ষার বেঞ্চে।
ঘটনাটি বাস্তবে নয়, ঘটেছে একটি ধারাবাহিক নাটকে। ‘চম্পাকলি টকিজ’ নামের এ ধারাবাহিকে অভিরামপুর গ্রাম আর সিনেমাপ্রেমী কিছু মানুষের গল্প নিয়েই এগিয়েছে কাহিনি।
এই গল্পে গ্রামের কিছু অদ্ভুত চরিত্র দেখা যাবে, যাদের জীবন সিনেমার মতোই রঙিন। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করছেন হিমু আকরাম। 
‘চম্পাকলি টকিজ’নিয়ে পরিচালক হিমু আকরাম বলেন, আমার খুব পছন্দের ও চেনা গল্প এটি। এই গল্পে গ্রামের কিছু অদ্ভুত চরিত্রে দেখা যাবে। যাদের জীবন সিনেমার মতোই রঙিন।
চঞ্চল চৌধুরী ছাড়া এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নাদিয়া আহমেদ, শাহনাজ খুশি, দিহান, ফারুক আহমেদ, আ খ ম হাসান, প্রিয়া আমান, হাসান মাসুদ প্রমুখ।
আরটিভিতে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার শুরু হবে চম্পাকলি টকিজ। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages