রাজধানীর প্রধান সড়কগুলোতে মিছিল, উত্তেজনা!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 5 August 2018

রাজধানীর প্রধান সড়কগুলোতে মিছিল, উত্তেজনা!-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
ছাত্রদের ওপর হামলার বিচার, নৌমন্ত্রীর পদত্যাগ এবং নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর প্রধান সড়কগুলোতে মিছিল করছে  শিক্ষার্থীরা। 
আজকে ক্ষুদে শিক্ষার্থীদের পরিবর্তে রাস্তায় নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার সকাল থেকেই ঢাকার বিভিন্ন মোড় অবরোধ শুরু করেন তারা। তবে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে জিগাতলায় পুলিশ কাঁদানো গ্যাস ছুড়ছে এমন অভিযোগও পাওয়া গেছে। 
জিগাতলা:
রোববার সকাল ১১ টায় শাহবাগ মোড়ে অবস্থান করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট শিক্ষার্থীরা। এরপর তারা বেলা ১টার দিকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব-জিগাতলার দিকে যান। এসময় পুলিশ তাদের থামাতে ব্যারিকেড দিয়ে রাখে। শিক্ষার্থীরা ব্যারিকেড সরাতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন জিগাতলা বাসস্ট্যান্ডের সামনে পুলিশ তাদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষার্থীরা ফের মিছিল নিয়ে শাহবাগের দিকে রওনা হয়।
ফার্মগেট:
ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পাশে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী দুপুর সাড়ে ১২টার দিকে মিছিল বের করে। মিছিলটি ফার্মগেটের দিকে যাওয়ার পথে একদল তরুণ মিছিলটির ওপর হামলা করে। এসব তরুণের মাথায় হেলমেট ছিল। হামলাকারীরা ইউনিভার্সিটির ভবনের কাঁচ ভাঙচুর করে।
রামপুরা:
রামপুরা এলাকার রাস্তায় নেমেছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন স্লোগানে রামপুরার সড়ক অবরোধ করেন। এর কিছুক্ষণ পরই শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা চালালে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে হামলাকারীরা পিছু হটে।
মিরপুর:
গেল কয়েক দিনের ছাত্র আন্দোলনে উত্তাল মিরপুরে আজ রোববার অনেকটাই শান্ত। এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোয় পুলিশ অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে। 
বিমানবন্দর সড়ক:
ঢাকার বিমানবন্দর সড়কে বনানী পুলিশ বক্সের কাছে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে যানবাহনের কাগজ পরীক্ষা করছে। চালকের ড্রাইভিং লাইসেন্স দেখছে তারা। ফলে এই সড়কের দুই পাশ দিয়ে যান চলাচল সীমিত হয়ে পড়েছে।
বনানী:
বনানীতে অবস্থিত সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় কয়েকশ’ শিক্ষার্থী দুপুর সাড়ে ১২টার দিকে এসে অবস্থান নেয়। সেখানে তারা নিরাপদ সড়কের দাবি বিভিন্ন স্লোগান দিতে থাকে।
উত্তরা:
রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় রোববার সকাল থেকেই শিক্ষার্থীরা জমায়েত হতে শুরু করে। হাউজ বিল্ডিং ও এর আশপাশের শিক্ষার্থীরা সমবেত হয়ে বিক্ষোভ করছে। রাস্তাঘাটে যানবাহনের উপস্থিতি কম দেখা গেছে। 
গেল ২৯ জুলাই থেকে আজ সাত দিন রাজধানী জুড়ে শিক্ষার্থীদের এ আন্দোলন হচ্ছে। এতে রাজধানীসহ সারাদেশের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। গেলে কয়েকদিন ধরে আজও নগরবাসীদের পায়ে হেটেই চলাচল করতে দেখা গেছে। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages