একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের সিয়াটল প্লেন ক্র্যাশের ঘটনার পর, দোষী ব্যক্তির পক্ষে ব্রিফিং করেছে তার পরিবার। চুরির সাথে জড়িত রিচার্ড রাসেল অত্যন্ত মানবিক ও দয়ালু ব্যক্তি ছিলেন বলে জানিয়েছেন তারা। একাধারে সে একজন ভালো স্বামী, হৃদয়বান পিতা এবং আন্তরিক বন্ধু ছিল, বলেও মতামত ব্যক্ত করেছে তার পরিবার।”
এদিকে, পুলিশ তদন্ত করে নিশ্চিত করেছে, প্নেন চুরি করলেও রিচার্ড রাসেলের কোনো সন্ত্রাসী চিন্তা-ভাবনা ছিল না। ‘এটা নিছকই একটি আত্নঘাতী পরিকল্পনা; এর সাথে অন্য কারো ক্ষতি করার মনোবৃত্তি ছিল না’ বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।”
শুক্রবার (১০ আগস্ট), আলাস্কা এয়ার লাইন্সের আরোহীবিহীন একটি বিমান চুরি করেন রাসেল। এরপর উড্ডয়নকালে এতে যান্ত্রিক গোলযোগ শুরু হয়। এফ-১৫ দুইটি বিমান তাকে ধাওয়া করতে থাকে। এ অবস্থায় ওয়াশিংটনের নিকটস্থ একটি দ্বীপে গিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। এতে রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ। সূত্র: দা গার্ডিয়ান। একুশে মিডিয়া।
”
”
No comments:
Post a Comment