একুশে মিডিয়া, দিনাজপুর রিপোর্ট:
নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়ন চেয়ে সারাদেশের সঙ্গে দিনাজপুরেও বিক্ষোভ কর্মসূচি পালন শেষে পুলিশকে ফুল দিয়ে ঘরে ফিরেছে শিক্ষার্থীরা।
শনিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর শহরের সদর হাসপাতাল মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তারা নিরাপদ সড়কের দাবিতে নানা রকমের ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভসহ বিভিন্ন স্লোগান করতে থাকে। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা।
বিক্ষোভ কর্মসূচি পালন শেষে পুলিশকে ফুল দিয়ে ঘরে ফিরেছে শিক্ষার্থীরা।
গেল ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রাজধানীসহ বিভিন্ন জেলা শহরে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment