বোরকা পড়া নারীকে জীবন্ত তাবু বলে আখ্যা দিয়ে ব্যাপক সমালোচিত হন তিনি!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 12 August 2018

বোরকা পড়া নারীকে জীবন্ত তাবু বলে আখ্যা দিয়ে ব্যাপক সমালোচিত হন তিনি!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
বোরকা পড়া নারীকে জীবন্ত তাবু বলে আখ্যা দিয়ে ব্যাপক সমালোচিত হয়েছে ডেনমার্কের পিপলস পার্টির এক রাজনীতিবীদ। তার এ ধরণের মন্তব্যের পর দেশটিতে বসবাসরত মুসলিমরা ক্ষিপ্ত হয়ে উঠেছে। এর আগে ১ আগস্ট দেশটির সরকার বোরকা পড়ার ওপর নিষেধাজ্ঞারোপ করে।”
তবে, তখন বলা হয়েছিল, এ আইন কোন গোষ্ঠি বা ধর্মকে অবমাননার উদ্দেশে পাশ করা হয়নি। অস্ট্রিয়া, ফ্রান্স, বেলজিয়ামেও নিষিদ্ধ করা হয়েছে বোরকা পড়া।”
স্কাই নিউজে দেয়া সাক্ষাৎকারে কেনাথ ক্রিস্টানসিন বের্থ নামের ওই রাজনীতিবিদ বলেন, বোরকা বা নেকাব পড়া স্বাভাবিক কিছু না।”
দেশটিতে পাশ হওয়া আইনে উল্লেখ করা হয়, কেউ যদি জনসম্মুখে বোরকা এবং নেকাব পড়ে বের হয় অথবা কাউকে এ পোশাক পড়তে বাধ্য করা হয় তাহলে অন্তত ২ বছরের কারাদণ্ড হবে দোষী ব্যক্তির। তবে কেউ চাইলে শীতকালে এবং মোটরসাইকেল চালানোর সময় মুখ ঢেকে চলতে পারবেন।। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages