প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ৮ম শ্রেণির ছাত্রীকে ছুরিকাঘাত বখাটে!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 20 August 2018

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ৮ম শ্রেণির ছাত্রীকে ছুরিকাঘাত বখাটে!-একুশে মিডিয়া

হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রী পালে বখাটে।

একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্ট-ময়মনসিংহ:

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ময়মনসিংহ নগরীর বাঘমারা এলাকায় সুমাইয়া আক্তার সিনথি (১৪) নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে বখাটে সাজ্জাদ (২০)।।”।

রবিবার (১৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটলেও রাত ৮দিকে বিষয়টি জানাজানি হয়। ঘটনার সময় সিনথির ছোট ভাই কাউসার আহমেদকেও পিটিয়ে জখম করা হয়েছে।।”।
তারা দু’জনই নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। ওই ছাত্রী এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।।”।
হাসপাতালে মিডিয়া কর্মীরা।
কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমরা রাতেই জেনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে খোঁজ খবর নেয়া হচ্ছে। ঘটনা তদন্তে কাজ চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।।”।
সিনথির পিতা ফারুক আহমেদ ও স্বজনরা অভিযোগ করেন, বাঘমারা এলাকার ইউসুফ মিয়ার বখাটে সন্তান সাজ্জাদ দীর্ঘদিন ধরে আমার মেয়েকে উত্যক্ত করে আসছে। একাধিকবার তাকে শাসন করার পরও সে শোনেনি।।”।
মহিলা পরিষদের নেত্রী হাসপাতালে দেখতে যান।
রবিবার দুপুরে সিনথি প্রাইভেট শেষ করে বাড়ি ফিরছিল। এ সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা বখাটে সাজ্জাদ তার পথ রোধ করে ওড়না ধরে টান দেয়। এ সময় সিনথির সাথে থাকা ছোট ভাই কাউসার আহমেদ বাঁধা দিলে তাকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়।।”।
পরে সিনথির বাবা বখাটে সাজ্জাদের পিতার কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করে ফেরার পথে সাজ্জাদ দুই হাতে দুটি ছুরি নিয়ে পিছন দিকে সিনথিকে ছুরিকাঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়।।”।
পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন সিনথিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তাকে কয়েক ব্যাগ রক্ত দেয়া হয়েছে বলেও জানান সিনথির বাবা।।”।
মমেক হাসপাতালের সার্জারি ইউনিট-২ এর সহকারি অধ্যাপক ডা. মনির হোসেন ভূইয়া জানান, সিনথির সফল অস্ত্রোপচার হয়েছে। তবে এখনো জ্ঞান ফিরেনি। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages