একুশে মিডিয়া, বিশেষ রিপোর্ট:
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ দীর্ঘদিন যাবৎ রাজনীতির বাইরে আছেন। তবে সোহেল তাজ দেশের বাইরে অবস্থান করলেও মাঝেমধ্যেই বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। কিছু কিছু স্ট্যাটাসে ছবিও জুড়ে দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে আলোচনার জন্ম দেওয়া এই সোহেল তাজ।
শনিবার (৪ আগস্ট) সকাল ১০টায় সোহেল তাজ তার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘একটি গণতান্ত্রিক দেশে জনগণ হচ্ছে চুলার উপর ডেকচিতে ফুটন্ত পানির মতো যাকে যত্নের সাথে লালন করতে হয় আর প্রয়োজনে সময় সময় তাপ কমিয়ে দিতে হয় ও আবার যদি এর উপর ঢাকনি দিয়ে টাইট করে সীল করে দেয়া হয় তাহলে এটা একটি বিস্ফোরোকে পরিণত হয়ে যেতে পারে।’
সোহেল তাজের এ স্ট্যাটাসে মুহূর্তেই হাজারো লাইক ও কমেন্ট পড়েছে। রাজনীতি বিমুখ এই মানুষটিকে রাজনীতিতে ফিরে আসতে অনুরোধ করেছেন অনেকে। তরুণ ও যুবকদের কাছে বেশ জনপ্রিয় প্রয়াত চার নেতার একজন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং সৈয়দা জোহরা তাজউদ্দীনের সন্তান সোহেল তাজ। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment