ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তারকৃত ফারিয়া ৩ দিনের রিমান্ডে-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 17 August 2018

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তারকৃত ফারিয়া ৩ দিনের রিমান্ডে-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে ‘উসকানিমূলক পোস্ট দিয়ে গুজব ছড়ানোর’ অভিযোগে গ্রেপ্তার ফারিয়া মাহজাবিনকে তিনদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।।”।

শুক্রবার বিকেলে ফারিয়াকে ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে হাজির করে তাকে সাতদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাজেুদুর রহমান। শুনানি শেষে তাকে তিনদিন রিমান্ডে নেয়ার অনুমতি দেন আদালত।।”।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, আন্দোলনকারীদের খাবার সরবরাহ, বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে উসকানিমূলক গুজব ছড়িয়েছেন ফারিয়া। তার সঙ্গে আর কে কে জড়িত ছিল, তা জানতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।।”।
এর আগে সকালে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, ধানমন্ডির নার্ডি বিন কফি হাউজের মালিক ফারিয়া মাহজাবিনকে বৃহস্পতিবার রাতে হাজারীবাগ থানার হাজী আফসার উদ্দিন রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।।”।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ফারিয়া ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে ছাত্র আন্দোলনকে ‘ভিন্ন খাতে প্রবাহিত ও দীর্ঘায়িত করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে’ বিভিন্ন রকম ‘উসকানিমূলক মিথ্যা তথ্য সংবলিত অডিও ক্লিপ’ ছড়াচ্ছিলেন।।”।
পরে ফারিয়াকে হাজারীবাগ থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারার মামলা করে র‌্যাব। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages