বাঁশখালীতে সেপটিক টাংকিতে পানি জমিয়ে মিনারেল নামে বিক্রি, দৃষ্টিহীন প্রশাসন!- - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 2 August 2018

বাঁশখালীতে সেপটিক টাংকিতে পানি জমিয়ে মিনারেল নামে বিক্রি, দৃষ্টিহীন প্রশাসন!-


একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্রগ্রামের বাশঁখালীতে প্রশাসনের হাতের নাগালেই সাপ্লাই হচ্চে মিনারেল নামের পানি, উপজেলা সদরস্থ জলদি মিয়া বাজার থেকে আদা কিলো পশ্চিমে রাস্তার দক্ষিনে একটা আবদ্ধ চারদিকে বন্ডারী ওয়াল দেয়া ঘরেই কে বা কারা গায়ের জোর দেখিয়ে সরকারী কোন অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ঐ পানির বতল ও টাংকি জাত করে বিভিন্ন দোকানে সাপ্লাইয়ের মাধ্যমে মাসিক আয় করছে লক্ষ লক্ষ টাকা।
যা পরিচালনায় সরকারী কোন অনুমোদন আছে বলে মনে হয় না, আর যদি থেকেই থাকে তাহলে সরকারের কোন বিভাগ বা কোন অসাধু অফিসাররা এ অবৈধ অস্বাস্থ্যকর পরিবেশে একাজের অনুমতি দিল তা খতিয়ে দেখার জন্য এলাকায় চলছে আলোচনা।
বিশেষ ব্যাপার হচ্ছে এখানে বড় অগভীর নলকুপ বসানো হয়েছে যা দিয়ে নিয়মিত পানি উত্তলন চলছেই যার ফলে এলাকা ও আশে পাশের কয়েকশত ঘরোয়া ভাবে বসানো নলকুপ থেকে পানি উঠা বন্ধ হয়েগেছে।
যার দরুন এলাকায় খাওয়ার পানির জন্য হা হাকারের দৃশ্য নাদেখলে বুজার মত নয়।
এহেন পরিস্থিতি থেকে এলাকা বাসীকে ও অবৈধ পানি উত্তলন করে বাজারে বাজারের দোকানগুলোতে সাপ্লাই দেয়া বন্ধ করে মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা প্রুর্ক মানুষের চলার মান নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি এলাকার সকলের অনুরোধ রহিল।
পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, ও অফিসার ইনসার্চ মহোদয় গনকে স্মারক লিপি দেয়া সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করার মাধ্যমে অবহিত করবে এলাকাবাসী।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages