বুড়িগঙ্গা ননীতে লঞ্চের ধাক্কায় গরু বোঝাই ট্রলার ডুবে গেছে-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 18 August 2018

বুড়িগঙ্গা ননীতে লঞ্চের ধাক্কায় গরু বোঝাই ট্রলার ডুবে গেছে-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, নারায়ণগঞ্জ রিপোর্ট:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ৩১টি গরু নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে আহত হয়েছেন ৬ গরু ব্যবসায়ী। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচটি গরু পাওয়া গেছে।।”।
এ ঘটনায় দায়ী লঞ্চের মাস্টার ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাতটায় বুড়িগঙ্গা নদীর ফতুল্লা লঞ্চ ঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।।”।
ফতুল্লা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে একুশে মিডিয়াকে জানান, টাঙ্গাইল থেকে ট্রলারে করে ৩১টি  কুরবানির গরু নিয়ে বিক্রির জন্য ফতুল্লা হাটে আসে ব্যবসায়ীরা। ঘাটে  ট্রলারটি ভিড়ানোর সময় ফতুল্লা লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া দুটি লঞ্চের চাপায় পড়ে গরুর ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা রাখালরা গরু বাঁচানোর জন্য রশি কাটতে গেলে তিনজন নিখোঁজ হন। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।আহতদের স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।।”।
ঘটনার জন্য দায়ী লঞ্চ দুটি হলো এম ভি ধুলিয়া-এক এবং এম ভি আওলাদ শাহ। এর মধ্যে  পুলিশ এম ভি ধুলিয়া-একের মাস্টার ফারুক হোসেনকে আটক করেছে। অন্যরা ও এম ভি আওলাদ শাহ’র লোকজন পালিয়ে গেছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages