ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তিন যুবক গ্রেপ্তার-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 8 August 2018

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তিন যুবক গ্রেপ্তার-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেয়া ও গুজব ছড়ানোর অভিযোগে রাজধানী থেকে তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- তৌহিদুল ইসলাম তুষার(২৪), মো. ওয়ালিউল্লাহ (২৮) ও মো. ইহসান উদ্দিন ইফাজ (১৮)।
গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র‌্যাবের সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগের এডিসি নাজমুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। 
আজ বুধবার দুপুরের দিকে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের রমনা থানায় গত রোববার (৫ আগস্ট) করা ৮ নং মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, মেমোরি চিপসহ ফেসবুক আইডি ও গ্রুপ জব্দ করা হয়।
‌র‌্যাব জানায়, এরা ফেসবুক লাইভ ও পোস্টসহ নানান কন্টেন্ট পোস্ট ও শেয়ার করে চলমান স্বাভাবিক আন্দোলনকে সহিংস করতে ভূমিকা রাখে বলে তদন্তে জানা যায়। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এদের আসল উদ্দেশ্য জানা যাবে। এ জন্যে এদের সবাইকে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে মহানগর মুখ্য হাকিমের কাছে প্রেরিত হয়েছে।
উল্লেখ্য, ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় জাবালে নূর বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত ও বেশ কয়েকজন আহত হন। পরে নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় আন্দোলনে নামে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পরে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। এসময় বেশ কিছু এলাকায় সহিংস ঘটনা ঘটে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages