নিহত আবদুর রাজ্জাকের মরদেহ হাসপাতালে। |
একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাতিজা কুপিয়ে কুপিয়ে খুন করছে চাচাকে।।”।
এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী খুরশিদা বেগম (৩৭) ও পুত্র মো. রাকিব (১৩)। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের স্ত্রী রোজি আকতার। |
নিহত নাম মো. আবদুর রাজ্জাক (৪৫)। হত্যাকারী মো. মুছা (৫২)।।”।
খুনের সাথে জড়িত থাকায় নিহতের ভাতিজা মুছা (৫২) সহ ৩ জনকে গ্রেপ্তার করেন থানা পুলিশ। নিহত রাজ্জাক একই এলাকার হাজী আবদুল মালেকের পুত্র।।”।
গ্রেপ্তারকৃতরা হলেন, মুছা (৫২) তার স্ত্রী রোজি আকতার (৪৫) ও তাদের ছেলে শরিফুল ইসলাম ওরফে আসিফ (২০)।।”।
চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের ছেলে শরিফুল ইসলাম ওরফে আসিফ। |
চাচাকে ভাইকে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে অটোরিক্সা চালক রাজ্জাককে। সোমবার (২০ আগস্ট) দিবাগত রাত ১০ টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব সৈয়দবাড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে।।”।
ঘটনার হামলা গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী খুরশিদা বেগম (৩৭) ও পুত্র মোঃ রাকিব (১৩)।।”।
পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষনা করে। আহত মা ও ছেলেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।।”।
এব্যাপারে মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দীন একুশে মিডিয়কে বলেন, দীর্ঘদিন ধরে মো. মুছা ও মো. আবদুর রাজ্জাকের পরিবারের মাঝে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। রাতে নিজ বাড়ির উঠানে দুই ভাইয়ের মধ্যে তর্কবির্তক লেগে যায়। পরে ঘটনাটি মারামারিতে রূপ নেয়। মারামারির ঘটনায় স্ত্রীর সামনে ঘটনাস্থলে মারা যায় রাজ্জাক। আহত হয় তার স্ত্রী ও ছেলে।।”।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে একুশে মিডিয়াকে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে ভাইদের মধ্যে হতাহতের ঘটনার ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছে। এবং হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment