সাত ঘন্টা পর আবারো যশোর সীমান্তে ১১ স্বর্ণের বারসহ নারী-পুরুষ আটক!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 10 August 2018

সাত ঘন্টা পর আবারো যশোর সীমান্তে ১১ স্বর্ণের বারসহ নারী-পুরুষ আটক!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি:
সাত ঘন্টার মাথায় আবারো যশোরের বেনাপোল সীমান্তে দু'কেজি সোনাসহ দু'জন পাচারকারি আটক হয়েছে।
ভারতে পাচারের সময় বেনাপোল বাজার থেকে সফুরা খাতুন (৪৮) ও ইসরাফিল (২৯) নামে দুই সোনা পাচারকারীকে ৮৬ লাখ টাকা মুল্যের  ২ কেজি ওজনের ১১ পিছ সোনাসহ বিজিবি সদস্যরা আটক করে।এর আগে বৃহস্পতিবার রাতে প্রায় ৭৪ কেজি সোনাসহ শিকারপুর সীমান্ত থেকে ১ জনকে আটক করে বিজিবি।তারকাছে ১টি রাম দা পাওয়া যায়।
----------------------------------------------------------------------------
আরোও পড়ুন: ৩৬ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক যশোর সীমান্তে-একুশে মিডিয়া
---------------------------------------------------------------------------

শুক্রবার (১০ আগষ্ট) সকাল ৯ টার সময় বেনাপোল বাজারের পুকুরপাড় মসজিদের পাশ থেকে সোনাসহ এদের আটক করাহয়।

আটক সফুরা খাতুন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের কাশেম আলীর স্ত্রী ও ইস্রাফিল হোসেন ভবেরবেড় গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

বিজিবি ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার মনির হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারের পুকুরপাড় মসজিদ এলাকায় অভিযান চালিয়ে সোনা সহ সফুরা ও ইসরাফিলকে আটক করা হয়। আটককৃতদের ক্যাম্পে এনে তল্লাশি করে ২ কেজি ওজনের ১১ পিছ সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৮৬ লাখ টাকা বলে তিনি জানান।
উদ্ধারকৃত সোনা বেনাপোল শুল্ক গুদামে ও আসামিদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages