একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার নবাবগঞ্জ প্রতিনিধি:
খাতায় আছে খুতিতে নেই " প্রচলিত এ প্রবাদটির সত্যতা মিলেছে ঢাকার দোহার উপজেলার জয়পাড়ার গরুরহাটে।নামে গরুরহাট হলেও প্রায় দেড়শত বছরের ঐতিহ্যবাহী এ হাটে এখন আর গরুর দেখা মিলছে না। কোরবানির জন্য গরু কিনতে এসে অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছেন।।”।
বৃহস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর) সাপ্তাহিক গরুরহাটে গিয়ে এমন দৃশ্যের দেখা মিলেছে। যে হাটে কোরবানির আগে হাজার হাজার গরু আসতো, এখন সেখানে গরু নেই। সে জায়গা দখল করেছে ছাগল ও ভেড়ার পাল। কোরবানির গরু কিনতে এসে গরু না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।।”।
উপজেলার কাঁটাখালী থেকে গরু কিনতে আসা মজিদ মাস্টার জানান, দেড়শত বছরের পুরনো এই হাটে এ বছর গরুর দেখা মিলছে না।।”।
অনেক আশা করে এ হাটে গরু কিনতে এসেছিলাম। কিন্তু না পেয়ে খালিহাতে ফিরে যাচ্ছি।।”।
অন্যদিকে উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা গরুর হাট, মুকসুদপুর ডাকবাংলো হাট ও মৌড়া গরুর হাটে একই দৃশ্য দেখা যায়। হাটগুলোতে কয়েকটি রোগাপাতলা গরু ও দর্শনার্থী ছাড়া ক্রেতা নাই।।”।
প্রতিটি হাটে গরুর চেয়ে দর্শনার্থী বেশি।।”।
মৌড়া এলাকার স্থানীয় বাসিন্দা জাফর আহমেদ, মধুরখোলার জয়নাল ও মুকসুদপুরের আব্দুর সাত্তার জানায়, কোরবানির জন্য গরু কিনতে এসে ফিরে যাচ্ছি। হাটে রোগাপাতলা গরু ছাড়া ভাল কোন মোটাতাজা গরু দেখছিনা। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment