একুশে মিডিয়া, টাঙ্গাইল রিপোর্ট:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান শুকুর মামুদের বিরুদ্ধে দুস্থদের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে । এদিকে গতকাল শনিবার চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইউপি সদস্যদের চেয়ারম্যান ও তার লোকজন বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়েছেন বলে জানান তারা।।”।
খোজ নিয়ে জানা যায় শনিবার ইউনিয়ন পরিষদে ১০টা থেকে ভিজিএফের চাল বিতরন শুরু হয়। ভিজিএফ কার্ডধারীদের মধ্যে ২০ কেজি চাল দেওয়ার পরিবর্তে জনপ্রতি ১৬-১৭ কেজি করে চাল বিতরণ করেন ইউনিয়ন চেয়ারম্যান । এছাড়া চাল শেষ না হওয়ার আগেই চেয়ারম্যান অপেক্ষারত শতাধিক ভিজিএফ কার্ডধারীদের বলেন চাল শেষ হয়ে গেছে। বিষয়টি নিয়ে ইউপি সদস্যরা প্রতিবাদ করায় চেয়ারম্যানের ক্যাডার বাহিনীরা দেখে নেয়ার হুমকি দেয় বলে জানান ইউপি সদস্য সোলায়মান মেম্বার । হুমকির প্রতিবাদে পরে তারা বিকালে ইউনিয়ন পরিষদের পাশে প্রতিবাদ সমাবেশ করেন ।।”।
ইউপি সদস্য শামছুল আলম জানান, ঈদের ভিজিএফ চাল নিয়ম অনুযায়ী জনপ্রতি ২০ কেজি করে দেওয়ার কথা থাকলেও প্রত্যেককে ছোট আকারের দুই বালতি করে চাল দেওয়া হচ্ছে। যা ওজনে ১৬-১৭ কেজি হতে পারে। আর এসবই হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদের উপস্থিতিতেই। ওজন কম দেওয়া নিয়ে কথা বলায় তিনি ভিজিএফ কার্ডের উপকারভোগীদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। অনেক কার্ডধারীরা চাল না পেয়ে ফিরে গেছেন বলে ইউপি সদস্যরা জানান। তিনি আরও বলেন চাল কম দেওয়া নিয়ে প্রতিবাদ করায় চেয়ারম্যান আমাকে দেখে নিবেন বলে হুমকি দেন।।”।
ঈদের জন্য দুঃস্থদের বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়ম করায় এলাকাবাসী চেয়ারম্যানের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেছে। বিষয়টি এলাকায় টক অব দা ডে তে পরিণত হয়েছে।।”।
এবিষয়ে নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান শুকুর মামুদের সাথে যোগাযোগ করা হলে, ইউপি সদস্যদের হুমকি ও চাল কম দেওয়ার অভিযোগটি তিনি অস্বীকার করেন।।”।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, চাল বিতরণে ওজন কম দেওয়ার অভিযোগ পেলে তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment