![]() |
টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীকে এবার সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে।
বিরসা দাশগুপ্তের নতুন সিনেমা ‘ক্রিসক্রস’ এ একজন চিত্র সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তাকে।
গল্পে দেখা যাবে, তিনি বয়ফ্রেন্ডের সঙ্গে থাকেন। সম্প্রতি ইরা হয়ে ওঠার নেপথ্য কাহিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিমি।
মিমির ভাষ্য, ‘কোনও চরিত্র পেলে তার একটা রেফারেন্সের খোঁজ করি আমরা। কিন্তু এই চরিত্রটা পাবার পর আমাকে বলা হয়েছিল ইটস ইউ।’
কিভাবে কথা বলতে বলতে ক্যামেরায় যাবতীয় বিষয় শিখতে হয়েছে। আগামী ১০ আগস্ট মুক্তি পাবে ‘ক্রিসক্রস’। ফটোসাংবাদিকের ভূমিকায় দর্শক তাকে কতটা গ্রহণ করেন তা সময়ই বলে দেবে।
মিমি ছাড়া আরও অভিনয় করেছেন নুসরাত জাহান, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, অর্জুন চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, বাংলাদেশের জয়া আহসানসহ অনেকে।
‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে সিনেমায় পা রাখেন মিমি। এরপর ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান তিনি।
এরপর ‘বাঙালি বাবু ইংলিশ মেম’, ‘যোদ্ধা-দ্য ওয়ারিয়র’, ‘শুধু তোমারি জন্য’, ‘গল্প হলেও সত্যি’, ‘খাদ’, ‘জামাই ৪২০’, ‘কাঠমান্ডু’, ‘কেলোর কীর্তি’, ‘গ্যাংস্টার’সহ আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment