একুশে মিডিয়া, কক্সবাজার রিপোর্ট:
কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে এক ছাত্র নিখোঁজ হয়েছে। তিনি ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এ অধ্যয়নরত ছিলেন বলে জানা যায়। বুধবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মো. রাফসান ফয়সাল (২১) ইউল্যাব ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
জানাগেছে -বুধবার রাত সাড়ে আটটার দিকে এঘটনা ঘটে। সমুদ্রে গোসল করতে নেমে ঢেউ এর তেড়ে এ ছাত্র ভেসে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ রাফসান ঢাকার মোহাম্মদপুর এলাকায় থাকেন। সম্প্রতি তিনি বেড়ানোর জন্য কক্সবাজার আসেন।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম শেখ একুশে মিডিয়াকে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান –
বুধবার রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে গোসল করতে নামে একদল শিক্ষার্থী। নিষেধাজ্ঞা না মেনে ঝুঁকিপূর্ণ ভাবে রাতে গোসল করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চলছে।
এদিকে রাত ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রগুলো জানাচ্ছেন।
দুর্ঘটনার খবর শোনার পর ঢাকা থেকে নিখোঁজ ছাত্রের স্বজনরা কক্সবাজারের পথে রয়েছে বলে জানাগেছে।
ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা ফজলে রাব্বী একুশে মিডিয়াকে বলেন, নিখোঁজ রাফসানকে উদ্ধারে কক্সবাজার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। এছাড়া সৈকতে দায়িত্ব পালনকারী উদ্ধারকর্মীরাও সাগরের বিভিন্ন পয়েন্টে তল্লাশী চালাচ্ছেন। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment