![]() |
একুশে মিডিয়া, ফেনী রিপোর্ট:
ফেনীর ফুলগাজী থানার আঙ্গিনায় শনিবার (১১ আগস্ট) সকালে গোখরাসহ সাতটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সাপগুলি হচ্ছে- ২টি গোখরা, ৩টি ধারাজ ও ২টি দুধরাজ সাপ।”
পরে উদ্ধার হওয়া সাপগুলি সাপুড়িয়ারা নিয়ে যান।।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হুমায়ূন কবির জানান, তাঁর থানার আঙ্গিনায় প্রায় সময়েই সাপের বিচরণ দেখা যায়। শনিবার সকালে তিনি সাপুড়িয়াদের খবর দিলে তারা বিভিন্ন প্রজাতির সাতটি বিষধর সাপ উদ্ধার করেন।”
কুমিল্লার চাঁন্দিনার সাপুড়িয়া শাহ জামান বলেন, থানার আঙ্গিনায় এখন আর তেমন কোনো বিষধর সাপ নেই। যাহা ছিল তা উদ্ধার করা হয়েছে।”একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment