![]() |
একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
বিয়েবিচ্ছেদের পর মুখ খুলছিলেন পাকিস্তানের ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। কথা বলেছিলেন তাঁদের ১০ মাসের সংসারজীবন নিয়ে। তুললেন কিছু গুরুতর অভিযোগও, যা আসলে তাঁদের বিয়েবিচ্ছেদকে ত্বরান্বিত করেছিল। এমনকি ইমরান প্রধানমন্ত্রী হওয়ার পরেও তাকে নিয়ে বেফাঁস মন্তব্য করতে পিছপা হননি রেহাম।
অবশেষে রেহামকে নিয়ে মুখ খুললেন আগামী ১১ আগস্ট পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাওয়া ইমরান খান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, রেহাম খানের দাবি- ইমরান ভুডুর মতো বেশ কিছু ধর্মীয় আচার করেন। বাড়িতে ধর্ম আচরণের সময়ে অদ্ভুত কাজ করতেন ইমরান।
এর জবাবে ইমরান বলেন, আমি রেহাম সম্পর্কে সাধারণত কিছু বলি না। কিন্তু আমি এটা বলব যে, আমি জীবনে যে ভুলগুলো করেছি তার মধ্যে আমার দ্বিতীয় বিয়ে সব থেকে বড় ভুল। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment