একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
কম ঝুকি এবং যানজটের ধকল এড়াতে বরাবরের মতো এবারের ঈদেও ঘরমুখো মানুষ বেছে নিয়েছেন রেলপথকে। ফলে ভিড় বেড়েছে ট্রেনে।।”।
এদিকে আজ ঈদযাত্রায় তৃতীয় দিনের মতো অতিরিক্ত বগি নিয়ে কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে ৬৮টি ট্রেনের। এর মধ্যে ৩১টি আন্তনগর, চারটি ঈদ স্পেশাল, আর বাকিগুলো লোকাল ও মেইল সার্ভিস।।”।
স্টেশন সূত্রে জানা গেছে, আজ বলাকা এক্সপ্রেসের মাধ্যমে যাত্রা শুরু হয় ট্রেনের। অন্যদিকে আজ ট্রেনের ঈদ স্পেশাল সার্ভিসের দ্বিতীয় দিনও শুরু হয়েছে।
এদিকে বিনা টিকিটে কমলাপুর স্টেশনের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্টেশনের মূল ফটকে টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment