২০ কেজি স্বর্ণ জড়িয়ে ঘুরেন ‘স্বর্ণবাবা’-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 1 August 2018

২০ কেজি স্বর্ণ জড়িয়ে ঘুরেন ‘স্বর্ণবাবা’-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
গায়ে স্বর্ণ জড়িয়ে ঘুরেন ভারতের গোল্ডেন বাবা নামক এক হিন্দু পুরোহিত। এবারের কানবার যাত্রায় ২০ কেজি স্বর্ণ গায়ে জড়িয়ে অংশগ্রহণও করেছেন তিনি। শিবের আরাধনায় প্রতিবছরের ন্যায় এবারও উত্তরখণ্ডের হরিদ্বার থেকে শুরু হয়েছে কানবার যাত্রা। এবার ২৫তম যাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
জানা গেছে, স্বর্ণবাবার গায়ে জড়ানো ২০ কেজি স্বর্ণের বর্তমান বাজারদর প্রায় ছয় কোটি রুপি। ভক্তদের জন্য ভোগ্যপণ্যের নিজস্ব ব্রান্ডও চালু করেছেন তিনি। বিট্টু ব্রান্ড নামে তিনি জিন্স প্যান্ট, জ্যাকেট ও টিশার্ট ব্যবসাও চালু করেছেন দিল্লির গান্ধীনগর মার্কেট থেকে।
শুধু স্বর্ণপ্রীতিই নয় তার আছে দামি দামি গাড়ির সংগ্রহও। বিলাসবহুল জীবনযাপন করা এ ধর্মীয় গুরু ব্যাপক জনপ্রিয় তরুণ-তরুণীদের মধ্যে।
এর আগে ২০১৬ সালে ১২ কেজি স্বর্ণ গায়ে জড়িয়ে যাত্রায় হাজির হয়ে আলোচনায় এসেছিলেন তিনি। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages