কোতোয়ালীতে ১০টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 3 August 2018

কোতোয়ালীতে ১০টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বার সহ একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাতে বিআইডব্লিউটিএ অফিস সংলগ্ন নিশাত টেলিকম নামক দোকানের সামনে এ অভিযান পরিচালনা করে ডিবি।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার ব্রিজঘাটস্থ বিআইডব্লিউটিএ অফিস সংলগ্ন নিশাত টেলিকম নামক দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১০টি স্বর্ণের বার সহ মোবাশ্বের হায়াত (৪০)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোবাশ্বের হায়াত কক্সবাজারের উখিয়া থানার মৃত রহিম বক্স এর ছেলে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে জানায় স্বর্ণের বার গুলো তার চাচাতো ভাই পলাতক আসামী মোঃ এনামের সহযোগিতায় মিয়ানমার হতে চোরাই পথে বাংলাদেশে এনে চট্টগ্রাম শহরে বিক্রয় করার উদ্দেশ্যে বহন করছিল। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages