সন্তান জন্ম দিতে সাইকেলে করে হাসপাতালে গেলেন নিউজিল্যান্ডে নারী বিষয়ক মন্ত্রী-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 19 August 2018

সন্তান জন্ম দিতে সাইকেলে করে হাসপাতালে গেলেন নিউজিল্যান্ডে নারী বিষয়ক মন্ত্রী-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:

জুলি জেন্টার। নিউজিল্যান্ডের নারী বিষয়ক মন্ত্রী। সম্প্রতি তার প্রথম সন্তানের জন্ম দিতে নিজেই সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে হাজির হন। তার এমন কর্মে বিশ্ব মিডিয়াতে আলোচনায় তিনি। খবর বিবিসি, দ্য গার্ডিয়ান।।”।

গ্রিন পার্টির এই রাজনীতিক বলেন, গাড়িতে যথেষ্ট জায়গা না থাকার কারণে আমি সাইকেলে করেই হাসপাতালে চলে যাই।।”।
এ নিয়ে জুলি জেন্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তার ফলোয়ারদের উদ্দেশ্যে লিখেছেন, আপনারা আমাদের জন্যে দোয়া করবেন। আমি ও আমার সঙ্গী সাইকেল চালিয়ে হাসপাতালে এসেছি কারণ সাপোর্ট ক্রুদের গাড়িতে যথেষ্ট জায়গা ছিল না। কিন্তু সাইকেল চালিয়ে আমার মনটা বেশ ভালোই হয়েছে।।”।
তিনি যে সাইকেলটি চালিয়েছেন সেটা ছিল ইলেকট্রিক বাইক। জুলি জেন্টার আরও লিখেছেন, বেশিরভাগ সময়ই ঢালু পথে এসেছি।।”।
তারপর মজা আরও করে লিখেছেন, প্রসব বেদনা ওঠার জন্যে গত সপ্তাহে আমার আরও বেশি সাইকেল চালানো দরকার ছিল।।”।
মার্কিন বংশোদ্ভূত জুলি জেন্টার তার সন্তানসম্ভবা হয়ে ওঠার কথাও ইন্সটাগ্রামে ঘোষণা দিয়ে জানিয়েছিলেন, সাইকেলে এখন আরও একটা সিট লাগাতে হবে।।”।
উল্লেখ্য,  এর আগে গত জুন মাসে নিউজিল্যান্ডেরই প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় সন্তান প্রসব করেছিলেন। সারা বিশ্বে তিনি দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সন্তানের জন্ম দিয়েছেন। এর আগে সরকার প্রধান থাকা কালে সন্তানের জন্ম দিয়েছিলেন পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages