সাংবাদিকদের তিন দিনের আল্টিমেটাম-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 6 August 2018

সাংবাদিকদের তিন দিনের আল্টিমেটাম-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের  বিচারের আওতায় আনার জন্য তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। অন্যথায় যেসব ছাত্র হামলার সঙ্গে জড়িত তাদের শিক্ষাপ্রতিষ্ঠান বা সংগঠন ঘেরাও করা হবে।  
সোমবার (৬ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই ঘোষণা দেওয়া হয়।
সাংবাদিক নেতারা বলেন, পুলিশের সামনেই সাংবাদিকদের ওপর বর্বর হামলা চালানো হয়। এ সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল।
সাংবাদিক নেতারা বলেন, হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের সম্মুখিন করতে স্বপ্রণোদিত হয়ে প্রশাসনকেই এগিয়ে আসতে হবে। কারণ গণমাধ্যম আক্রান্ত হলে, আক্রান্ত হয় গণতন্ত্র। গত কয়দিনে আহত হয়েছেন অন্তত ১২জন সাংবাদিক। সাংবাদিকদের পেশাগত দ্বায়িত্ব পালনে বাধা দেওয়া আর তাদের ওপর হামলার চিত্র আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করবে বলেও মন্তব্য করেন সাংবাদিকরা। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages