শনিবার সারাদেশে ছাত্র-ধর্মঘট-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 3 August 2018

শনিবার সারাদেশে ছাত্র-ধর্মঘট-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে পুলিশ ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার সারাদেশে ছাত্র-ধর্মঘট ঘোষণা করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
শুক্রবার (৩ আগস্ট) বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণার কথা জানানো হয়।
এতে বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ঢাকার মিরপুর, দনিয়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশ ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে আগামীকাল শনিবার সারাদেশে ছাত্রধর্মঘট ঘোষণা করা হলো।
আরও বলা হয়, সরকারকে সাধারণ শিক্ষার্থীদের নয় দফা, হামলাকারীদের বিচার এবং কোটা সংস্কার আন্দোলনের তিন দফা দাবিতে মেনে নিয়ে অতি দ্রুত এসব সমস্যার সমাধানের আহ্বান জানাই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই ধর্মঘট কর্মসূচিতে দেশের সব সচেতন শিক্ষার্থী, শিক্ষক ও নাগরিকদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।
উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুই বাসচালকের রেষারেষির ফলে একটি বাসের চাকায় পিষ্ট হয়ে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এই ঘটনার পর নয় দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages