একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন,দোহার ও নবাবগঞ্জ প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া যুবসমাজের উদ্যোগে ও এস, এম কামরুজ্জামানের সভাপতিত্বে মইতপাড়া প্রিমিয়ারলীগ তরুুন সংঘ ও মইতপাড়া সুপারস্টার ফুটবল দলের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম, এ, হান্নান খান।।
খেলাটি উদ্ভোধন করেন পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এম, এ রহিম। জানা যায়, শুক্রবার বিকেলে দোহার উজেলার মইতপাড়া বালুর মাঠে তরুণ সংঘ ও মইতপাড়া সুপার স্টার দুই দলের ৫০ মিনিটের ফুটবল লড়াইয়ে ২-০ গোলে সুপার স্টারকে হারিয়ে তরুণ সংঘ জয়ী হয়েছে। গোল দুটি করেন তরুণ সংঘ দলের মোঃ রায়িদ হোসেন।।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিশ্বকাপ খেলা দেখে হয়তো তরুণদের মনে আগ্রহ জেগেছে তাই তারা এই খেলার আয়োজন করেছে। মাঠ না থাকায় গ্রাম থেকে একমাইল দুরে এসেছে কষ্ট করে। আমি একটি মাঠের ব্যবস্থা করে দিব।।
এম, এ হান্নান বিজয়ীদের হাতে ২১ '' রঙ্গিন টেলিভিশন তুলে দেন। বিষেশ অতিথি হয়ে উপস্থিত ছিলেন, মীর মোদাচ্ছের হোসেন বাবু, কাজী মিজানুর রহমান, আব্দুল আউয়াল পন্টু, মিজানুর রহমান মিলন খান, হানিফ আকন্দ, আলী মেম্বার, টিপু দেওয়ান, শেখ আরশেদ আলী। আয়োজকে ছিলেন, মিঠু দেওয়ান, আরিফ মাষ্টার, সুজন মীর, রহমাতুল্লা শেখ, রেজাউল মিয়া, মুকছেদুল খলিফা, শেখ রাসেল, কাফিবিন ও সম্রাট মীর।। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment