তুরস্কের কৃষ্ণ সাগরের উপকূলীয় শহর ট্র্যাবজন শহরে সমর্থকদের উদ্দেশে তিনি একথা বলেন বলে জানিয়েছে বিবিসি।”
যুক্তরাষ্ট্রের আচরণকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করে এরদোয়ান বলেন, তুরস্ক জিম্মি হয়ে পড়েছে। যারা সারাবিশ্বের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ চালাচ্ছে, তাদের প্রতি আমাদের জবাব হবে নতুন নতুন বাজার এবং বন্ধু সৃষ্টির পথে এগিয়ে যাওয়া।”
তিনি বলেন, তারা ধাতু এবং ইস্পাতের ওপর ট্যারিফ বাড়িয়েছে। এটা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের মধ্যে পড়ে না।”
উল্লেখ্য, তুরস্কে আটক যুক্তরাষ্ট্রের যাজক অ্যান্ড্রু ব্রুনসনকে নিয়ে কূটনৈতিক বিবাদের প্রেক্ষাপটে ট্রাম্প তুর্কি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করার পর ডলারের বিপরীতে লিরার মূল্যমান ক্রমাগত কমছে।:
এশিয়ার বাজারে একপর্যায়ে লিরার দাম সাত দশমিক ২৪ এ নেমে যায়। তবে এখন তা কিছুটা স্থিতিশীল হয়েছে। তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবসা সহজতর করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে কিন্তু সুদের হার বাড়ায়নি।”
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, তারা দেশটির অর্থ খাতের স্থিতিশীলতার ধরে রাখতে সব ধরনের পদক্ষেপই নেবে।:
অ্যান্ড্রু ব্রুনসনকে আটকে রাখার জবাবে তুরস্কের বিচারমন্ত্রী আবদুলহামিত গুল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লুর ওপর নিষেধাজ্ঞা আরোপের কিছুদিনের মধ্যেই শুল্ক বৃদ্ধির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।”
২০১৬ সাল থেকে ব্রুনসনকে আটকে রেখেছে তুরস্ক। দেশটির মতে, এই যাজক কুর্দি বিদ্রোহী দলকে সমর্থন করেন। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment