একুশে মিডিয়া, নাটোর রিপোর্ট:
নাটোরের সিংড়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি যাদুঘরের জন্য নির্ধারিত জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে সিংড়া উপজেলা ভূমি অফিস।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল কুমার এর নিদের্শে এই উচ্ছেদ অভিযান করা হয়।
সূত্রে জানা যায়, সিংড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পার্শ্বে স্মৃতি যাদুঘরের জন্য জায়গা নির্ধারন করে উপজেলা ভূমি অফিস। কিন্তু দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী রেজাউল করিম নামের এক ব্যক্তি অবৈধভাবে জায়গা দখল করে কাঠ ব্যবসা পরিচালনা করে আসছিলো। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মহোদয়ের নির্দেশে অবৈধ দখল উচ্ছেদ করা হয়।
এসময উপস্থিত ছিলেন পৌর ভুমি সহকারী কর্মকর্তা মনিন্দ্র নারায়ণ চক্রবর্তী, সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস কবির, উপজেলা ভূমি অফিস সার্ভেয়ার মঞ্জুরুল আলম প্রমূখ একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment