‘মাতাল’ হয়ে ধরা দিলেন অধরা-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 18 August 2018

‘মাতাল’ হয়ে ধরা দিলেন অধরা-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
ঢাকাই চলচ্চিত্রের নবাগত নায়িকা অধরা খান। মিডিয়াতে পথ চলা অনেক দিন হলেও বড় পর্দায় এখনও কোন চলচ্চিত্র মুক্তি পায়নি। তবে এবার সেই প্রতীক্ষার পালা শেষ হতে যাচ্ছে। আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম চলচ্চিত্র ‘মাতাল’। মাতাল ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা শাহীন সুমন। আর অধরার সঙ্গে জুটি বেঁধেছেন নায়ক সাইমন সাদিক।।”।
ঈদে মুক্তি উপলক্ষে ছবিটির প্রচারণা বেশ জোরেশোরেই চলছে। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে ছবিটির প্রথম পোস্টার। প্রচারণার অংশ হিসেবে এবার মুক্তি দেয়া হয়েছে ছবিটির ট্রেলার। ট্রেলারটিতে মারামারি, রোমান্সের পাশাপাশি বেশ কিছু অংশ জুড়ে ছিল মদ পান করার দৃশ্য। যেখানে নায়ক সাইমন ও শিপন দু’জনেই থাকেন মাতাল। প্রথম দিকে নায়িকা অধরা এসব কিছু থেকে দূরে থাকলেও পরবর্তীতে সেও নাম লিখান মাতালের খাতায়। হয়তো তাই ছবির নাম করণ করা হয়েছে ‘মাতাল’।।”।
ছবিতে অধরা-সাইমন ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, শিপন মিত্র সহ আরও অনেকে।।”।
উল্লেখ্য, শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিতে কাজ করেছেন। ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিটির শুটিং শেষ হয়ে এখন সম্পাদনার কাজ চলছে। সম্প্রতি শেষ হয়েছে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত চলচ্চিত্র ‘নায়ক’। একুশে মিডিয়া।”।
ছবিটির ট্রেলারটি দেখুন: 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages