চলে গেলেন না ফেরার দেশে অভিনেতা ‘আব্দুস সাত্তার’-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 19 August 2018

চলে গেলেন না ফেরার দেশে অভিনেতা ‘আব্দুস সাত্তার’-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:

অসংখ্য নাটকের অভিনেতা আব্দুস সাত্তার আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। চলচ্চিত্রেও খ্যাতি অর্জন করেন তিনি। বিশেষ করে ‘সাতভাই চম্পা’ সিনেমায় অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেন।।”।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য তিনি। গুণী এই অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।।”।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। গতকাল রাত ২টার দিকে মারা গেছেন অভিনেতা আব্দুস সাত্তার। তার মৃত্যুতে আমরা একজন গুণী অভিনেতাকে হারালাম। তার নামাজে জানাজা আজ রোববার দুপুর ২টায় এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে।।”।
আব্দুস সাত্তার ‘আমির সওদাগর ভেলুয়া সুন্দরী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের যাত্রা শুরু করেন। ছবিটি পরিচালনা করেছিলেন বিখ্যাত নির্মাতা ইবনে মিজান। এরপর ১৯৮৪ সালে ‘রঙিন রূপবাণ’র মাধ্যমে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন।।”।
এরপর তিনি ধারাবাহিকভাবে পোশাকী সিনেমার অপরিহার্য নায়ক হয়ে ওঠেন। তার অভিনীত সিনেমার মধ্য দিয়ে এদেশে পূর্ণাঙ্গ রঙিন সিনেমার যুগ শুরু হয়। সাত্তার অভিনীত জনপ্রিয় সিনেমার মধ্যে রঙিন রূপবান, রঙিন রাখাল বন্ধু, রঙিন কাঞ্চনমালা, রঙিন রাম লক্ষণ, অরুণ বরুণ কিরণ মালা, মধুমালা মদন কুমার, আলোমতি প্রেম কুমার, শুভদা অন্যতম। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages