ট্রাফিক সার্জেন্টের ধাওয়া খেয়ে পালানোর সময় ট্রাকে ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নিহত-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 9 August 2018

ট্রাফিক সার্জেন্টের ধাওয়া খেয়ে পালানোর সময় ট্রাকে ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নিহত-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, কুড়িগ্রাম রিপোর্ট:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ট্রাফিক সার্জেন্টের ধাওয়া খেয়ে পালানোর সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল  আরোহী ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।
এই ঘটনার পর স্থানীয়রা পুলিশের একটি মোটরসাইকেল ও ভ্যান পুড়িয়ে দিয়েছে।

নিহত ছাত্রলীগ নেতার নাম খায়রুল ইসলাম খোকন (২৫)। তিনি শিলখুড়ি ইউনিয়নের জামাল উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
আহত রানা তিলাই ইউনিয়নের উত্তর ছাটগোপালপুরের আইয়ুব আলীর ছেলে।
বিক্ষুব্ধ জনতা ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, সহকারী ট্রাফিক ইন্সপেক্টর রেজাউল ও কনস্টেবল বিকাশকে সোনাহাট ইউনিয়ন পরিষদে অবরুদ্ধ করে রাখে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসময় পুলিশ এবং বিক্ষুব্ধ জনতার মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ টিয়ার সেল এবং লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলসহ ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি ভ্যান পুড়িয়ে দেয়। এরপর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, ভুরুঙ্গামারী থানার ইউএনও মাগফুরুল ইসলাম আব্বাসি ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করছেন। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages