একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রামের বাঁশখালীতে যুবলীগ নেতা মোঃ আক্কাসের ছুরিকাঘাতে মোঃ আবুহান (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন হয়েছে।
বাঁশখালী উপজেলার গুনাগরী গ্রামে মঙ্গলবার (৭ আগস্ট) সকাল ১০টায় পেয়ারা বাগান থেকে পেয়ার খাওয়াকে কেন্দ্র করে এ দুর্ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আবুহান আহতের খবর পেয়ে স্থানী লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে গুনাগরীতে একটি প্রাইভেট হাসপাতালে প্রথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জরুরী বিভাগে সে মারা যায়। নিহত হওয়ার সংবাদ পেয়ে গুনাগরী এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
বাঁশখালী থানা পুলিশ গুনাগরী এলাকায় টহলে রয়েছে। নিহত আবুহান কালীপুর ইউনিয়নের গুনাগরী গ্রামের মোজ্জাফর আহমদ (বদুর) ছেলে বলে জানা যায়। হত্যাকারী যুবলীগ নেতা মোঃ আক্কাস একই গ্রামের মুন্সি মিয়ার ছেলে।
সূত্র জানা য়ায়, সূত্রে জানা যায় সে প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে।
এদিকে নিহতের পরিবার সূত্র জানা যায় মামলার প্রস্তুতি চলতেছে।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দীন হীরা বলেন, গুনাগরী গ্রামে ছুরিকাঘাতে যুবক খুনের খবর পেয়ে। এলাকায় পুলিশ পাঠিয়েছি। এবং খুনিকে গ্রেপ্তারের জন্য এলাকায় পুলিশ টহলে রয়েছে।
No comments:
Post a Comment