একুশে মিডিয়া, লক্ষ্মীপুর রিপোর্ট:
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে লক্ষ্মীপুরের পুলিশ সুপার।
সোমবার (৬ আগস্ট) শহরের ঝুমুর এলাকাসহ বিভিন্ন স্থানে পুলিশ চেকপোস্টে মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র ঠিক থাকলেই পুলিশের পক্ষ থেকে চালকদের মাথায় একটি করে ফ্রি হেলমেট পরিয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রহমান সানি, ডি আই ওয়ান মো. ইকবাল হোসেন প্রমুখ।
এছাড়া যেসব যানবাহনের কাগজপত্র নেই ওইসব বাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মামলা ও জরিমানা করা করা হয়। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment