কেরালা রাজ্যে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত নিহত ৭৭, বিমান চলাচল বন্ধ-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 16 August 2018

কেরালা রাজ্যে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত নিহত ৭৭, বিমান চলাচল বন্ধ-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
ভয়াবহ বন্যা ও অতিবর্ষণে ভারতের কেরালা রাজ্যে এ পর্যন্ত ৭৭ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। দেশটি বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত সংবাদ সূত্র জানা গেছে এসব তথ্য।।”।

অতিবর্ষণে ভারতের কেরালা রাজ্যে বিমান চলাচল বন্ধ রয়েছে।

গত এক শতাব্দীর মধ্যে এই বর্ষা মৌসুমকে কেরালার ইতিহাসে সবচেয়ে হানিকর বলে মনে করছে, দেশটির কৃর্তপক্ষ। দক্ষিণ ভারতের এই প্রদেশে, প্রায় ৩৩ মিলিয়ন মানুষের বসবাস। সাধারণ মানুষকে বন্যার জন্য সর্বোচ্চ সতর্ক সংকেত জানিয়ে দেয়া হয়েছে।।”।

‘কেরালা রাজ্যের সর্বত্র রেড অ্যালার্ট জারি করা হয়েছে, কারণ পরবর্তী ২৪ ঘণ্টায় আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) কেরালা রাজ্যের দুযোর্গ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন এএফপিকে।।”।
কেরালা প্রায় প্রতিবছরই বৃষ্টির কারণে ক্ষতির শিকার হয়, তবে গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া এবারের বন্যা ও অতিবর্ষণের ভয়াবহতার দিক থেকে ছাড়িয়ে গেছে অতীতের রেকর্ড।।”।
অজস্র গ্রাম বন্যার পানিতে ভেসে গেছে এবং সাধারণ মানুষরা গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া কেরালার সাথে বিমান যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে অন্য রাজ্যগুলোর। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages