একুশে মিডিয়া, ময়মনসিংহ রিপোর্ট:
ময়মনসিংহে ব্যবসায়ীদের কাছ থেকে মাদক আনতে গিয়ে ডিবি পুলিশের হাতে আটক হয়েছে এক আওয়ামী লীগ নেতা। আটককৃত শাহবাজ রানা চৌধুরী পরাগ (৩৭) ময়মনসিংহ পৌরসভার ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার ওসি মোখলেসুর রহমান।
তিনি বলেন, বুধবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বীপিন পার্ক এলাকায় মাদক ব্যবসায়ী শাওনের কাছ থেকে মাদক আনতে যায় আওয়ামী লীগ নেতা পরাগ এমন সংবাদে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে শাওন মাদক নিয়ে দৌড়ে পালিয়ে গেলেও পরাগ পুলিশের হাতে ধরা পড়ে। তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের উধ্বর্তন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা জানান মোখলেসুর রহমান। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment