ঢাকার নবাবগঞ্জে প্রয়াত কমিউনিষ্ট নেতা খন্দকার আলী আব্বাসের ৭তম মৃত্যু দিবস উদযাপন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি ঢাকা জেলা কমিটি। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় ওয়ার্কার্স পার্টি আলী আব্বাসের নিজ বাড়ি নবাবগঞ্জের লাল বারান্দা থেকে একটি বর্ণাঢ্য শোক র্যালি বের করে।।”।
র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ফিরে এসে নেতৃবৃন্দ স্মরণসভায় বলেন, খন্দকার আলী আব্বাস সারা জীবন শোষিত, বঞ্চিত ও নির্যাতিত গণমানুষের মুক্তির লক্ষ্যে রাজনীতি করেছেন। কৃষক ও শ্রমিকের দাবি আদায়ে তিনি ছিলেন আপোষহীন। খন্দকার আলী আব্বাস সাম্যবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও মৃত্যুর আগে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।।”।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড নুরুল হাসান, কেন্দ্রীয় নেতা করম আলী, বেবী আব্বাস, আব্দুল বারেক, আজহারুল হক, আব্দুল জলিল, মো. আসলাম খাঁন, বাবু লাল প্রমূখ। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment