একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ের পনেরটি ইউনিয়ন ও পৌর এলাকায় ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। রোববার সকাল থেকে এ কার্যক্রম শুরু করা হয়েছে “
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, ৭৩,৫৬০ জন হতদরিদ্রের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জনপ্রতি ২০ কেজি করে পনেরশো মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে।”
সকাল সাতটা থেকে গফরগাঁও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে এসব ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির চিত্র লক্ষ্য করা গেছে।”
পৌরসভা যুবলীগের যুগ্ন আহবায়ক নাজমুন আহমেদ জানান, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের নির্দেশে ও মেয়র মহোদয়ের পরামর্শক্রমে প্রায় পাঁচ হাজার হত দরিদ্রের মাঝে সুশৃংখলভাবে ২০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ভিজিএফ চাল বিতরনে যেন অনিয়ম না হয় এজন্য আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি।। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment